• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রণ আর বলিরেখা দূর হোক অ্যালোভেরা প্যাকে

  অধিকার ডেস্ক    ০৩ নভেম্বর ২০১৮, ১৪:৫৫

অ্যালোভেরা
বলিরেখা দূর হবে অ্যালোভেরায়

মুখে ব্রণ বা বলিরেখার সমস্যা অনেকেরই। খুব সহজে এ সমস্যা দূর হতে চায় না। এ সমস্যা সহজে দূর করতে চাইলে ব্যবহার করা যায় অ্যালোভেরার তৈরি ফেসপ্যাক। অ্যালোভেরা ব্যবহারে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তবে ফেসপ্যাকের কোনো উপাদানে অ্যালার্জি আছে কি না সেটা আগে নিশ্চিত হয়ে নিতে হবে।

অ্যালোভেরা ফেসপ্যাক তৈরি করবেন যেভাবে:

১। অ্যালোভেরার পাতা কেটে তাজা জেল সংগ্রহ করুন।

২। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ভালো করে ১ চা চামচ মধু মিশিয়ে নেড়ে নিন।

৩। আধা চা চামচ লেবুর রস মেশান।

৪। মিশ্রণটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এমনভাবে মিশিয়ে নিন যেন জেলটুকু দানা বেঁধে না থাকে।

ব্যবহার:

মুখ পানি ধুয়ে নিয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন। আঙুলের সাহায্যে মিশ্রণটি মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ঘুমানোর আগে রাতে এই ফেসপ্যাক ব্যবহার করুন। রুম টেম্পারেচারে রাখলে ২-৩ দিন পর্যন্ত ভালো থাকবে ফেসপ্যাকের এ মিশ্রণটি। ফ্রিজে রাখলে ১ মাস পর্যন্ত ভালো থাকবে।

অ্যালোভেরার ফেসপ্যাক ব্যবহারের উপকারিতা:

১। ত্বকের যে সকল জীবাণুর জন্য ব্রণ হয় সেগুলো দূর করে।

২। ত্বকের ময়লা দূর করে ত্বককে রাখে উজ্জ্বল।

৩। ত্বক টানটান রাখে।

৪। লেবুতে ত্বক উজ্জ্বল হয়।

৫। ত্বক ঠান্ডা রাখে।

৬। ত্বক কোমল ও মসৃণ রাখে।

তথ্যসূত্র: ফ্যাব হাউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড