লাইফস্টাইল ডেস্ক
সারাদিনের রোজা শেষে ইফতারে ক্লান্ত লাগা স্বাভাবিক। এসময় মিষ্টি জাতীয় খাবার আপনার শরীরে দ্রুত শক্তি জোগাতে পারে। তাই ইফতারে ভাজাপোড়া জাতীয় খাবার না খেয়ে এর বদলে এমন কিছু খান, যেগুলো স্বাস্থ্যকর এবং সেইসঙ্গে শক্তি জোগাতে কাজ করে। ইফতারের জন্য তৈরি করতে পারেন মিষ্টি কুমড়ার পায়েস। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
উপকরণ
মিষ্টি কুমড়া গ্রেট করে নেওয়া- ৩ কাপ
ঘন দুধ- ২ লিটার
ছানা- ১ কাপ
গুঁড়া দুধ- ২ কাপ
চিনি- স্বাদমতো
এলাচ ও দারুচিনির গুঁড়া- সামান্য।
যেভাবে তৈরি করবেন
একটি পাত্রে দুধ নিয়ে জ্বাল করে নিন। দুধ ঘন হয়ে এলে তাতে গুঁড়া দুধ সামান্য পানিতে গুলে মিশিয়ে দিন। এবার এতে ছানা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর মেশান চিনি। চিনি থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে দিয়ে দিন গ্রেট করে রাখা মিষ্টি কুমড়া, এলাচ ও কাজু-পেস্তাকুচি। এবার হালকা আঁচে রান্না করুন। এভাবে ১৫-২০ মিনিট রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে বাদামকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ওডি/জেআই
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড