লাইফস্টাইল ডেস্ক
‘গুণে অনন্য, স্বদেশী পন্য’ এই স্লোগানকে সাথে নিয়ে ২০১৮ সাল থেকে কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিককে বর্তমান ফ্যাশন-এর হালে তরুণীদের বৈচিত্রময় পোশাক নিয়ে কাজ করে যাচ্ছে ‘কালার ক্রিয়েশন’। রুচিশীল ডিজাইন এবং ক্রেতাদের চাহিদামত ডিজাইনে পোশাক তৈরীর সুযোগ থাকায় ইতিমধ্যে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে কালার ক্রিয়েশন।
ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে কালার ক্রিয়েশন তাদের পোশাকে এনেছে বৈচিত্র্যতা ও আধুনিকতার ছাপ। দেশ ছাড়িয়ে বিদেশেও বাঙালি ক্রেতাদের নিকট পৌঁছে যাচ্ছে তাদের পোশাক।
কালার ক্রিয়েশন কর্তৃপক্ষের মতে, রুচিশীল ডিজাইন আর আরামদায়ক কাপড়ের জন্য কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক অতুলনীয়। কালার ক্রিয়েশন দেশীয় এই বাটিক পোশাককে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে।
কালার ক্রিয়েশন-এ প্রাপ্ত পোশাকগুলির গুণগতমান নিশ্চিতকরণে আমরা আপোষহীন। আসন্ন ইদ উপলক্ষ্যে বাটিকের মেয়েদের পোশাক, কূর্তি, পাঞ্জাবি এবং পরিবারের সবার সাথে মিলিয়ে একই রকম পোশাকের সমাহার থাকবে কালার ক্রিয়েশন-এ।
কালার ক্রিয়েশন থেকে পোশাক কিনতে ক্লিক করুন (https://www.facebook.com/colourcreationcomilla) এই লিংক এ । পোশাক অর্ডার করার পর ক্যাশঅন ডেলিভারির মাধ্যমে ক্রেতার কাছে পাঠিয়ে দেওয়া হয়।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড