• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শীতে চুলের যত্ন

  লাইফস্টাইল ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২০, ১২:১৯
চুলের যত্ন
শীতে চুলের যত্ন (প্রতীকী ছবি)

হেমন্তের হিমেল বাতাস আর ঘন কুয়াশার চাদর জড়িয়ে এসে গেছে শীত। আর শীত মানেই চুলের বাড়তি রুক্ষতা। তাছাড়া শীতে দ্রুত ভেঙে যায় রুক্ষ ও শুষ্ক চুল। তাই শীতে চুলের চাই বাড়তি যত্ন। এ ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে শীতেও চুল থাকবে ঝলমলে ও সুন্দর। জেনে নিন-

* সপ্তাহে দুই দিনের বেশি চুলে পানি লাগাবেন না। বার বার চুলে পানি লাগালে চুল দ্রুত রুক্ষ হয়ে যায়।

* গরম পানি দিয়ে চুল ধোবেন না। ঠাণ্ডা পানি অথবা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন চুল।

* শ্যাম্পু শেষে ব্যবহার করুন লিভ-ইন কন্ডিশনার।

* সপ্তাহে একদিন গরম তেল ম্যাসাজ করুন চুলে। সারারাত রেখে পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এ ক্ষেত্রে তেল ম্যাসাজের পর গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখলেও উপকার পাবেন।

আরও পড়ুন : ত্বকের যত্ন নিতে হাতে তুলে নিন নারিকেল তেল!

* ভেজা চুল আঁচড়াবেন না বা তোয়ালে দিয়ে আঘাত করে মুছবেন না।

* অ্যালোভেরা জেল লাগান চুলে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

* ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে। মিশ্রণটি চুলে লাগান ঘষে ঘষে। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড