• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পছন্দের কাপড়টিতে দাগ লেগেছে? তুলে ফেলুন সহজেই

  লাইফস্টাইল ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৬
কাপড়ে দাগ
পছন্দের কাপড়টিতে দাগ লেগেছে? তুলে ফেলুন সহজেই (প্রতীকী ছবি)

পছন্দের কাপড়টিতে দাগ লাগায় মন উদাস? বৃষ্টি বাদলের এই সময়ে কাপড়ে কাদার দাগ লাগলে সমাধান মিলবে ঘরোয়া টোটকাতেই। জেনে নিন কাপড়ে কাদার দাগ তোলার কিছু সহজ উপায়-

# বৃষ্টির দিনে জামাকাপড়ে কাদার দাগ লেগে গেলে, বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। পুরো কাপড় ধুতে না পারলেও অন্তত কাদা লেগে থাকা জায়গাটা পরিষ্কার করে নিন। জামাকাপড়ে কাদা শুকিয়ে গেলে বিশ্রী দেখায়। আবার শুকনো দাগ বসে গেলে সহজে উঠতে চায় না। # জামাকাপড়ে কাদার দাগ তোলার জন্য প্রথমে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এবার পানি দিয়ে কাদা লাগা জায়গাগুলো ভাল করে ধুয়ে নিন। এতে অনেকসময় আলগা কাদা উঠে যায়। তবে কাপড় কাচার সময় কাদা লেগে থাকা জায়গা আলতো করে ঘষে দিন। ব্রাশ ব্যবহার করবেন না। এতে জামা বা শাড়ির ফ্রেবিক নষ্ট হয়ে যেতে পারে বা ওই জায়গার রং চটে যেতে পারে।

আরও পড়ুন : সহজেই জ্বর সারানোর উপায়

# যদি দেখেন কাদার জেদি দাগ যাচ্ছে না, তখন সামান্য পানিতে ডিটারজেন্ট গুলে পেস্ট তৈরি করে নিন। কাদার দাগের উপর পেস্টটি লাগিয়ে ফ্যানের তলায় রেখে শুকিয়ে নিন। তারপর পুরনো নরম টুথব্রাশ দিয়ে দাগের জায়গাগুলো আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। কাদার দাগ সহজে চলে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড