• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জুতা থেকে করোনার সংক্রমণ এড়াতে যা করবেন

  স্বাস্থ্য ডেস্ক

১৬ জুলাই ২০২০, ২০:১৭
জুতা
জুতা থেকে করোনার সংক্রমণ এড়াতে যা করবেন (প্রতীকী ছবি)

মহামারি করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবে যেন ভেঙেচুরে যাচ্ছে পুরো পৃথিবী। নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মরণব্যাধির সংক্রমণ। সংকটপূর্ণ এই সময়ে জুতা বা পায়ের মাধ্যমেও কী করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে? যদি আশঙ্কা থেকে থাকে, তবে বাঁচার উপায় কী? - এমন প্রশ্ন কিন্তু অনেকের মনেই দেখা দিচ্ছে বারবার।

এ ব্যাপারে গবেষকরা বলছেন, জুতার মাধ্যমেও করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিতে পারে। কারণ, জুতা পরে বাড়িতে ঢোকার সময় জুতার তলায় লেগে থাকা জীবাণুও অনায়াসেই বাড়িতে প্রবেশ করতে পারে। মেঝেতে ছড়াতে পারে ভাইরাস। আবার অসাবধানতাবশত সেই জুতা যদি কেউ ছুঁয়ে দেয় তাহলে সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। এ জন্য জুতা থেকে সংক্রমণ এড়াতে যা করতে হবে-

* চামড়ার জুতা নয়, ওয়াশেবল প্লাস্টিকের জুতো পরতে হবে।

* বাইরে পরে যাওয়া জুতা ঘরের ভেতরে আনা যাবে না।

* এবার ভালো করে সাবান দিয়ে পা ধুয়ে বাড়ির ভেতরে প্রবেশ করুন।

* ধুয়ে নেওয়া জুতো মোজাটি কড়া রোদে শুকিয়ে নিন।

* জুতা না শুকলে তা ব্যবহার করবেন না। কারণ ভেজা জুতো ভাইরাসের আঁতুড়ঘর।

আরও পড়ুন : বাতাসেও করোনার ঝুঁকি! বাঁচার উপায় বাতলে দিল ডব্লিউএইচও

* জুতা পরিস্কারের পর গ্লাভস এবং হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে।

* জুতা পরিস্কার করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে করতে হবে। গ্লাভস ছাড়া কিছুতেই জুতায় হাত দেবেন না।

* বাইরে থাকা জুতা ও মোজা ভালো করে সাবান জলে ধুয়ে নিন। যদি কোনও দামি জুতা ব্যবহার করেন তবে তাতে জীবাণুনাশক স্প্রে করতে পারেন।

* বাইরের থেকে আসার পর ঘরে ঢোকার আগে জুতা এবং মোজাটি নির্দিষ্ট স্থানে বাড়ির বাইরে রেখে দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড