• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সহজেই বানিয়ে ফেলুন মচমচে বিফ সমুচা

  লাইফস্টাইল ডেস্ক

১৪ জুলাই ২০২০, ২১:০৭
বিফ সমুচা
সহজেই বানিয়ে ফেলুন মচমচে বিফ সমুচা (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবের মাঝেই চলছে গরমের তাণ্ডব। মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টিতে মিলছে কিছুটা স্বস্তি। বৃষ্টিভেজা এমন বিকালে ভাজাপোড়া কিছু খেতে মন চাইতেই পারে! কিন্তু মহামারির মাঝে বাইরে থেকে কিনে আনা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই চেষ্টা করুন ঘরেই তৈরি করে নিতে। জেনে নিন বিফ সমুচা তৈরির রেসিপি-

বিফ সমুচা তৈরিতে যা লাগবে

* গরুর মাংসের কিমা- ২ কাপ * আদা বাটা- ১ চা চামচ * রসুন বাটা- ১ চা চামচ * গরম মসলা গুঁড়া- ১ চিমটি * গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ * কাঁচা মরিচ কুচি- ২ চা চামচ * পেঁয়াজ কুচি- ১ কাপ * পুদিনাপাতা কুচি- ২ চা চামচ * লবণ- ১/৩ চা চামচ * তেল- ২ কাপ।

ডো তৈরির উপকরণ

* ময়দা- ২ কাপ * লবণ- ১/৩ চা চামচ * পানি- ময়ান করতে যতটুকু লাগে।

যেভাবে তৈরি করবেন মচমচে বিফ সমুচা

প্রথমে কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, পুদিনাপাতা, কাঁচা মরিচ বাদে সব উপকরণ এক সঙ্গে মেখে চুলায় বসিয়ে ঢেকে অল্প আঁচে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর ঢাকনা উঠিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন। আলাদা করে রাখা পেঁয়াজ, পুদিনা, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে রাখুন।

এখন ময়দার সঙ্গে লবণ, অল্প পানি দিয়ে মেখে সাধারণ রুটির মতো করে ডো করে নিন। এই ডো থেকে ছোট ছোট বল বানিয়ে তা থেকে রুটি বানিয়ে নিন। রুটির ওপর অল্প ময়দার গুঁড়া ছিটিয়ে দিন। এবার রুটিতে সামান্য তেল মেখে আর একটি রুটি দিয়ে চেপে দিন। পুনরায় ময়দার গুঁড়া, তেল মেখে আরেকটি রুটি দিন। এভাবে সব রুটি একসঙ্গে করে আবার বেলে নিন।

এবার ননস্টিক তাওয়ায় রুটি হালকা করে এপাশ ওপাশ ভেজে নিন। খেয়াল রাখুন, যাতে নরমাল রুটি ভাজার মতো না হয়ে যায়, কাঁচা ভাবটা যাতে থাকে। এবার রুটিটি মাঝ বরাবর লম্বা করে কেটে নিন। ঠিক একইভাবে অপর দিকও কেটে নিন। ত্রিকোনাকার শেপ হবে প্রতিটি রুটির টুকরা।

আরও পড়ুন : করোনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দারুচিনি

এবার খুব সাবধানে সবগুলো রুটি আলাদা আলাদা করে ছাড়িয়ে নিন। এখন একটি করে অংশ নিয়ে পানের খিলির মতো ভাঁজ দিয়ে ভেতরে কিমার পুর দিয়ে বাড়তি অংশ আটার গোলা (আটা পানি দিয়ে গুলিয়ে) দিয়ে আটকে দিন। সবশেষে গরম তেলে ভেজে পরিবেশন করুন মজাদার বিফ সমুচা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড