• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় ঝুঁকিমুক্ত থাকতে জুতা জীবাণুমুক্ত করবেন যেভাবে

  লাইফস্টাইল ডেস্ক

৩০ জুন ২০২০, ১৬:০৬
জুতা
করোনায় ঝুঁকিমুক্ত থাকতে জুতা জীবাণুমুক্ত করবেন যেভাবে (ছবি : সংগৃহীত)

দেশে দেশে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা প্রাণঘাতী করোনা ভাইরাস। এই মরণব্যাধির সংক্রমণের ঝুঁকি এড়াতে হাত ধোয়া যেমন জরুরি, তেমনি বাইরে থেকে ফিরে ঠিকঠাক জুতা পরিষ্কার করাও ভীষণ গুরুত্বপূর্ণ। জেনে নিন করোনায় ঝুঁকিমুক্ত থাকতে কীভাবে জুতা জীবাণুমুক্ত করবেন-

ব্যবহারের জন্য কয়েক জোড়া জুতা রাখুন

ঘরে ও বাইরে পরার জুতা অবশ্যই আলাদা রাখুন। এমনকি সম্ভব হলে বাইরে পরার জুতাও কয়েক জোড়া রাখুন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের জন্য।

জুতা খুলে প্রবেশ করুন ঘরে

দরজার বাইরেই রেখে আসুন জুতা। প্রয়োজনে জুতার র‍্যাক দরজার বাইরেই রেখে দিন।

সরাসরি হাতের সাহায্যে খুলবেন না জুতা

খালি হাতে জুতা খুলবেন না। গ্লাভস পরে জুতা খুলে পা ভালো করে ধুয়ে নিন। গ্লাভস খুলে হাতও ধুয়ে নিন।

জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন দরজার বাইরে

যদি বাইরে জুতা রাখা সম্ভব না হয়, তবে দরজার সামনে জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন। এখানে দাঁড়িয়ে জীবাণুমুক্ত করে নিন জুতার নিচের অংশ।

জুতার বাইরের অংশ পরিষ্কার করবেন যেভাবে

জুতা র‍্যাকে উঠিয়ে রাখার আগে পুরনো তোয়ালে ব্যবহার করে জুতার বাইরের অংশ পরিষ্কার করে নিন। জীবাণুনাশক স্প্রে করে পুরনো তোয়ালে দিয়ে মুছে নিন জুতার বাইরের অংশ।

আরও পড়ুন : মহামারির মাঝে তীব্র গরমে ঘামাচি থেকে রক্ষায় যা করবেন

সপ্তাহে একদিন ভিজিয়ে রেখে পরিষ্কার করুন জুতা

ভিনেগার ও বেকিং সোডা মিশ্রিত পানিতে কাপড়ের জুতা ভিজিয়ে রেখে পরিষ্কার করুন সপ্তাহে একবার। চামড়ার জুতা হলে সাবান-পানিতে ভিজিয়ে রাখুন।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড