• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরেই তৈরি করুন অ্যারাবিয়ান শর্মা

  লাইফস্টাইল ডেস্ক

০৬ জুন ২০২০, ২৩:৩১
অ্যারাবিয়ান শর্মা
ঘরেই তৈরি করুন অ্যারাবিয়ান শর্মা (ছবি : সংগৃহীত)

মহামারির এই সময়ে শর্মা খেতে মন চাইলে কী করবেন? প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ঝুঁকিপূর্ণ। তবে এ ক্ষেত্রে ঘরেই তৈরি করতে পারবেন অ্যারাবিয়ান শর্মা। জেনে নিন রেসিপি-

পিটা ব্রেড তৈরি

ময়দা ২ কাপ। ইস্ট ২ চা-চামচ। লবণ আধা চা-চামচ। চিনি ২ টেবিল-চামচ। তেল ১ টেবিল-চামচ। গুঁড়া দুধ ১ টেবিল-চামচ। কুসুম গরম পানি পরিমাণ মতো।

ময়দার সঙ্গে সব মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে নরম ডো বানিয়ে ঢেকে রেখে দিন এক ঘণ্টা। তারপর ছোট ছোট রুটি বানিয়ে ঢেকে রেখে দিন।

শর্মার চিকেন মেরিনেইট করতে

মুরগির বুকের মাংস বড় ২টি। আদা ও রসুন পেস্ট ১/৪ চা-চামচ করে। লবণ স্বাদ মতো। টক দই ১ টেবিল-চামচ। লালমরিচ গুঁড়া বা পাপরিকা পাউডার সামান্য। গোলমরিচ গুঁড়া ১/৪ চা-চামচ। হলুদ-গুঁড়া চিমটি পরিমাণ। ধনেগুঁড়া ১/৪ চা-চামচ। জিরা-গুঁড়া ১/৪ চা-চামচ। অরিগানো সামান্য। লেবুর রস সামান্য। তেল দু-এক টেবিল-চামচ।

টুকরা করার দরকার নেই। আস্ত মাংসের সঙ্গে সবকিছু দিয়ে মিশিয়ে মেরিনেইট করে রাখুন ২০ থেকে ২৫ মিনিট। তারপর তেলে হালকা পোড়া পোড়া করে ভেজে নিন। ঠাণ্ডা হলে চিকেন ব্রেস্ট ছোট ছোট টুকরা করে নিন।

শর্মার সস

টক দই ৩ টেবিল-চামচ। মেয়োনেইজ ৩ টেবিল-চামচ। গার্লিক সস ১ টেবিল-চামচ। টমেটো সস ২ টেবিল-চামচ।

সব মিশিয়ে নিলেই শর্মার সস তৈরি।

আরও পড়ুন : ঝটপট ভুনা খিচুড়ি রান্নার কৌশল

শর্মা তৈরি

প্রথমে রুটির ওপর সস দিন তার ওপর মাংসের টুকরার সঙ্গে কিছু পছন্দ মতো সবজি, শসার পিকেল বা ভিনিগারে ভেজানো শসার টুকরা, ফ্রেঞ্চফ্রাই দিয়ে উপরে আবার একটু সস দিয়ে মুড়িয়ে নিলেই শর্মা তৈরি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড