• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গরম ভাত কিংবা রুটি-লুচি, স্বাদ বাড়াবে মজাদার আলুর দম

  লাইফস্টাইল ডেস্ক

০৬ জুন ২০২০, ১০:৫৫
আলুর দম
গরম ভাত কিংবা রুটি-লুচি, স্বাদ বাড়াবে মজাদার আলুর দম (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ঘরে বানানো খাবারই উত্তম। তাই বলে রোজ ঘরের খাবার খেয়ে একঘেয়েমি চলে এসেছে? এ ক্ষেত্রে হোক গরম ভাত কিংবা রুটি-লুচি, আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে ঝাল স্বাদের মাখামাখা ঝোলের আলুর দম। আলু নতুন হোক বা পুরনো, ছোট কিংবা বড়, খাবারের স্বাদ বাড়াতে আলুর দম অতুলনীয়। জেনে নিন মজাদার এই খাবারটি তৈরির রেসিপি-

উপকরণ

* আধা কেজি আলু। * এক টেবিল চামচ সরিষা তেল। * এক চা চামচ পাঁচ ফোড়ন। * একটি দারুচিনি স্টিক। * একটি তেজপাতা। * আধা চা চামচ চিনি। * একটি বড় পেঁয়াজ কুঁচি। * এক চা চামচ লবণ। * এক চা চামচ আদা বাটা। * আধা চা চামচ হলুদ গুঁড়া। * এক চা চামচ ধনিয়া গুঁড়া। * আধা চা চামচ জিরা গুঁড়া। * আধা চা চামচ মরিচ গুঁড়া। * আধা চা চামচ গরম মসলা গুঁড়া। * দুই টেবিল চামচ টমেটো বাটা। * পরিবেশনের জন্য এক মুঠো ধনিয়া পাতা।

যেভাবে তৈরি করবেন মজাদার আলুর দম

প্রথমে আলু সিদ্ধ করে ছিলে রেখে দিতে হবে। বড় কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন, দারুচিনি, তেজপাতা ও চিনি দিয়ে নেড়ে এতে পেঁয়াজ কুঁচি, আদা বাটা ও লবণ দিয়ে কষাতে হবে এবং এতে টমেটো বাটা দিতে হবে।

এবার একটি বাটিতে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দুই টেবিল চামচ পানিতে মিশিয়ে নিতে হবে। মসলার এই মিশ্রণটি কড়াইতে দিয়ে নাড়তে হবে।

আরও পড়ুন : হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি এড়াতে নিয়মিত কমলা খান

এরপর মসলা মাখামাখা হয়ে আসলে সিদ্ধ আলুগুলো এতে দিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, যেন আলুগুলো ডুবে থাকে। চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়ে উপরে গরম মসলা ছিটিয়ে দিতে হবে এবং এভাবে ৫ মিনিট রাঁধতে হবে। ব্যাস, আলুর সাথে মসলা মাখামাখা হয়ে আসলে নামিয়ে উপরে ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করতে হবে আলুর দম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড