• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরোয়া প্যাকেই ধরে রাখুন ত্বকের তারুণ্য

  লাইফস্টাইল ডেস্ক

০৬ জুন ২০২০, ০৮:২২
ঘরোয়া প্যাক
ঘরোয়া প্যাকেই ধরে রাখুন ত্বকের তারুণ্য (ছবি : সংগৃহীত)

নানা কারণে আমাদের ত্বকে ব্রণ, বলিরেখা কিংবা ডার্ক সার্কেলের মতো দাগ দেখা দেয়। এসব দূরে রাখতে জুড়ি নেই ঘরোয়া প্যাকের। এ ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের তৈরি এসব প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, দাগহীন ও লাবণ্যময়। জেনে নিন-

গাজরের প্যাক

গাজরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের যত্নে অনন্য। একটি গাজর সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। ১/৪ কাপ টক দই ও ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।

পাকা পেঁপের ফেস প্যাক

পেঁপেতে থাকা এনজাইম ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। পাকা পেঁপে ব্লেন্ড করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

অ্যাভোকাডো ও শসা

সমপরিমাণ অ্যাভোকাডো ও শসা ব্লেন্ড করে নিন একসঙ্গে। ২ টেবিল চামচ মধু ও ১/৪ কাপ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদের প্যাক

দুধ ও মধুর সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : প্রতিদিন সকালে কেন ডিম খাবেন?

আমন্ড ও দুধ

দুধের সঙ্গে আমন্ডের পেস্ট মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বকে নিয়ে আসবে লাবণ্য।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড