• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হ্যান্ড গ্লাভস ব্যবহারে সতর্কতা

  লাইফস্টাইল ডেস্ক

১৯ এপ্রিল ২০২০, ১২:৪৮
গ্লাভস
ছবি : সংগৃহীত

করোনাভাইরাস মহামারীর এই সময়ে প্রতিটি সচেতন মানুষের দুশ্চিন্তা বাজার করতে যাওয়া নিয়ে। দেশের কাঁচাবাজারগুলোতে এখনও প্রতিনিয়ত জনসমাগম হচ্ছে যা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। আবার সেখানে একেবারে যাওয়া বন্ধও করা সম্ভব হচ্ছে না।

এই অবস্থায় অনেকেই মাস্কের পাশাপাশি গ্লাভস ব্যবহার করছেন।

তবে কতটুকু সুরক্ষা দিচ্ছে এই গ্লাভস, সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে তো? গ্লাভস থেকেই ভাইরাস ছড়াচ্ছে না তো?

স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানানো হল এ বিষয়ে বিস্তারিত।

ভাইরাস ছড়ানোর ঝুঁকি: আমাদের হাতের মতো গ্লাভসও ভাইরাস দিয়ে সংক্রমিত হয়। অর্থাৎ গ্লাভস পরে কোনো সংক্রমিত স্থান স্পর্শ করলে তাতে ভাইরাস লেগে যাবে এবং তারপর একই গ্লাভস অন্য যেসব স্থান স্পর্শ করা হবে, সেখানেও ভাইরাস পৌঁছে যাবে।

করোনাভাইরাসের একটি নির্দিষ্ট ধরনের বস্তুতে আটকে থাকার ক্ষমতা ওই বস্তুটি কি উপাদানে তৈরি তার ওপর নির্ভর করে। ফলে ত্বকে করোনাভাইরাস যতটুকু লেগে থাকতে পারে রাবার কিংবা ‘ল্যাটেক্স’ দিয়ে তৈরি গ্লাভসে তার থেকেও ভালো লেগে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

তাই হাতের মতো গ্লাভস ব্যবহার করলে সেটাও ধুতে হবে।

অসতর্কতা বাড়াতে পারে: গ্লাভস ব্যবহারের কারণে যদি নিজেকে সুরক্ষিত মনে করেন তবে ভুল হবে। কারণ এটি পরার পর বারবার সাবান দিয়ে হাত ধোয়া কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার প্রয়োজনীয় আপনার কাছে কমে যেতে পারে।

খালি হাতে কাজ করলে আপনি কয়েকবার হাত পরিষ্কার করতেন। কিন্তু গ্লাভসের কারণে তা করছেন না। ফলে ওই গ্লাভসের মাধ্যমেই আশপাশের সবখানে আপনি ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন।

গ্লাভস খোলার নিরাপদ উপায়: করোনাভাইরাস মহামারীর এই সময়ে সঠিক উপায়ে গ্লাভস খোলাটাও জরুরি। অন্যথায় নিজের শরীরেই ভাইরাস ছড়িয়ে দেবেন নিজেই। অনেকেই এই সঠিক উপায় হয়ত জানেন না, এমনকি চিকিৎসা সেবা দেন এমনও অনেকে তা জানেন না কিংবা নিয়মিত মেনে চলেন না।

ব্যবহৃত গ্লাভস খোলার সময় হাতের কব্জির কাছ থেকে চিমটি দিয়ে ধরে তা টেনে খুলতে হবে যাতে খোলার সময়ই তা উল্টে যায় অর্থাৎ ভেতরের দিকটা যেন বাইরে চলে আসে।

এবার গ্লাভস পরা হাতে খোলা গ্লাভসটি ধরে খালি হাত দিয়ে একইভাবে অপর গ্লাভসটি খুলতে হবে। আর তা দিয়ে আগের খোলা গ্লাভসটি দিয়ে ঢেকে বল পাকিয়ে বিনে ফেলতে হবে।

মনে রাখতে হবে

গ্লাভস খোলার পর অবশ্যই বাড়তি যত্ন সহকারে হাত সাবান দিয়ে ধুতে হবে। বাজার করতে খালি হাতেও যাওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে ঘরে ফিরে হাত না ধোয়া পর্যন্ত চেহারায় হাত দেওয়া যাবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড