• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘরবন্দি সময়টায় তৈরি করুন পুষ্টিকর সবজি-খিচুড়ি

  লাইফস্টাইল ডেস্ক

০৬ এপ্রিল ২০২০, ০১:৩৩
সবজি-খিচুড়ি
সবজি-খিচুড়ি (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়িতে আছেন তো? ঘরবন্দি এই সময়টায় পরিবারের সবার সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার তৈরির চেষ্টা করছেন? এ ক্ষেত্রে সহজ সমাধান হতে পারে সবজি-খিচুড়ি। এতে একসঙ্গে অনেক ধরেনর উপাদান পাওয়া যাবে, যা শরীরে পুষ্টিও যোগাবে।

জেনে নিন সহজে সবজি-খিচুড়ি তৈরির রেসিপি:

উপকরণ

যেকোনো চাল-আধা কেজি, মসুর-মুগ ও ছোলার ডাল দেড় কাপ, আলু ১টি, গাজর- ২টি, পুঁইশাক প্রয়োজনমতো, পছন্দের আরও দু-তিনটি সবজিও যোগ করতে পারেন অল্প করে, পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-১ চা চামচ, জিরা বাটা-১ টেবিল চামচ, কাঁচা মরিচ- ৭ থেকে ৮টি, হলুদ-খুব সামান্য, দারুচিনি-মাঝারি আকারের ২ থেকে ৩টি, এলাচ-৪ থেকে ৫টি, ঘি-২ টেবিল চামচ, তেল-আধা কাপ, লবণ ও পানি-পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন সবজি-খিচুড়ি

* সবজিগুলো কিউব করে কেটে নিন, পুঁইশাকের পাতা ও ডাল সামান্য কেটে নিন। চাল ও ডাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ফেলুন।

* পাত্রে পানি গরম হতে দিন (চালের ডাবল)। অন্য পাত্রে সামান্য তেল গরম করে পুঁইশাক, সবজি এবং কাঁচা মরিচ সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন।

* এরপর এলাচ, দারুচিনি, বাটা মশলা ও পরিমাণমতো লবণ দিয়ে সামান্য ভেজে নিয়ে তাতে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট ভাজতে হবে। দরকার হলে আঁচ কমিয়ে নিন। চালের মধ্যে আগে ভেজে রাখা সবজি দিয়ে আরও এক মিনিট ভালো করে নাড়ুন।

আরও পড়ুন : দ্রুত ওজন কমাতে যে কাজগুলো করবেন

* এবারে গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। চুলা থেকে নামানোর ১০ মিনিট আগে পাত্রে ঘি ছড়িয়ে দিন। ব্যাস গরম গরম পরিবেশন করুন পুষ্টিকর সবজি-খিচুড়ি।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড