• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গরমের এই সময়ে স্বস্তি দেবে পুদিনা পাতার লাচ্ছি

  লাইফস্টাইল ডেস্ক

৩০ মার্চ ২০২০, ২১:৫৭

করোনা আতঙ্কের মাঝে বাতাসে গ্রীষ্মের আভাস। গরমও পড়েছে বেশ। এই সময়ে আবহাওয়ার সঙ্গে শরীরকে খাপ খাওয়াতে গিয়ে একটু সমস্যা হতেই পারে। তাই গরমে নিজেকে সুস্থ ও সতেজ রাখতে খেতে হবে স্বাস্থ্যকর ও উপকারী সব খাবার। পাশাপাশি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে খেতে পারেন পুদিনা পাতার লাচ্ছি।

জেনে নিন কীভাবে পুদিনা পাতার লাচ্ছি তৈরি করবেন:

লাচ্ছি তৈরিতে যা লাগবে:

* ১ কাপ টক দই * ১ টেবিল চামচ গুঁড়া দুধ * আধা কাপ পুদিনা পাতা * পরিমাণ মতো বরফ * বিট লবণ ও চিনি এক চিমটি করে * গোলমরিচ গুঁড়া

তৈরির প্রক্রিয়া:

গ্রাইন্ডারে টক দই, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, পুদিনা পাতা, বরফ কুচি, পরিমাণমতো লবণ, চিনি ও এক চিমটি গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশ্রিত করুন। প্রয়োজনে অল্প একটু পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে তৈরি হয়ে গেলে কাঁচের গ্লাসে পরিবেশন করুন।

পুদিনা পাতা আমাদের শরীরে নানা উপকারে আসে। চলুন জেনে নেওয়া যাক এর কিছু উপকারিতা-

# পুদিনা পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট পেটের যেকোনো সমস্যার সমাধান করতে সাহায্য করে।

# গরমে শরীরকে ঠান্ডা রাখতে পুদিনার রস খুব ভালো। তাই দই মিশ্রিত এই রেসিপিটি অনায়াসেই খেতে পারেন।

# পুদিনা পাতার রস ত্বকের যেকোনো সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।

# বিশেষজ্ঞদের মতে, পুদিনা পাতার পেরিনিয়াল অ্যালকোহল ফাইটোনিউট্রিয়েন্টের একটি উপাদান, যা শরীরে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।

আরও পড়ুন : সহজেই করোনাকে পরাজিত করুন এই নিয়মে

# হজম শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে।

# টাইফয়েড, নিউমোনিয়া প্রতিরোধ করে।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড