আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব আর চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মাঝেই পাকিস্তানশাসিত জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ করেছে ভারত। এ ঘটনায় এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) হাবেলি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই হামলায় নিহত কিশোরটির মা-সহ আরও এক বালক আহত হয়েছেন।
রবিবার (২১ জুন) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।
পুনচ ডিভিশন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রশিদ নাঈম খান জানান, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হিলান, কালামুল্লাসহ আশপাশের গ্রামের মানুষজনদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ভারতের সেনাবাহিনী। এতে কালামুল্লায় ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত ও তার মা আহত হন। একই সময় ওই গ্রামের ৯ বছরের আরও এক শিশু আহত হয়েছে। পাশাপাশি গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।
আরও পড়ুন : নতুন করে সংঘর্ষ বাধছে চীন-ভারতের?
বিনা উস্কানিতে পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতীয়দের হামলার প্রতি বিশ্ব সম্প্রদায়কে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড