• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে গুজব রোধে সচেতনতামূলক সভা

  ঝিনাইদহ প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, ১৫:০৮
ঝিনাইদহ
সচেতনতামূলক সভায় অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহে ভোলার বোরহান উদ্দিনে ফেসবুকে গুজবকে কেন্দ্র করে চার জন নিহতের ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সরকারি কেসি কলেজ মুক্ত মঞ্চে এ সভার আয়োজন করে সদর থানা পুলিশ।

এ সময় কলেজ অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর থানার ওসি মঈন উদ্দিনসহ কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, ফেসবুকে গুজবকে কেন্দ্র করে ভোলা জেলার বোরহানউদ্দিনে অপ্রীতিকর ঘটনা তৈরি হয়েছে।

তাই এ ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষার্থীসহ সকলকে সচেতন থাকার পাশাপাশি কোনো ফেসবুক আইডি হ্যাক হলে সাথে সাথে থানায় জিডি করার পরামর্শ দেন তিনি।

সভায় সদর থানার ওসি মঈন উদ্দিন বলেন, কেউ যদি ফেসবুকের মাধ্যমে গুজব রটানোর চেষ্টা করে তাহলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড