• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুব নেতৃত্বের বিকাশে ‘ন্যাশনাল লিডারশিপ কার্নিভাল-২০১৯’

  অধিকার ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ২২:৩৭
ন্যাশনাল লিডারশিপ কার্নিভাল
ছবি : সংগৃহীত

জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে তরুণদের নেতৃত্বের বিকাশ ও সমাজ তথা দেশ পরিবর্তনে তরুণদের ভূমিকা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ নভেম্বর (শুক্রবার) ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ন্যাশনাল লিডারশিপ কার্নিভাল ২০১৯’।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। সার্বিক সহযোগিতায় রয়েছে- ইউকে এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশন।

এই কার্নিভালের মূল উদ্দেশ্য হলো- দেশের যুব সমাজকে একত্রিত করে নেতৃত্বের গুণাবলি সম্পর্কে অবহিত করা এবং দেশে বিদ্যমান সামাজিক সমস্যাসহ সকল সমস্যা মোকাবেলায় উদ্বুদ্ধ করে ধর্ম নিরপেক্ষ, বৈষম্যহীন, দারিদ্রমুক্ত ও শান্তি-সমৃদ্ধির বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা।

এই কার্নিভালের আলোচ্য বিষয় হলো- বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা। সেই সঙ্গে তরুণ প্রজন্মের চিন্তাশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়নে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে নেতৃত্বের গুণাবলিতে বলিয়ান হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখা।

কার্নিভালের অংশগ্রহণকারীরা সৃষ্টিশীল চিন্তা-ভাবনার তরুণ ও সংগঠনের সাথে সাক্ষাৎ করা থেকে শুরু করে নেতৃত্ব বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে এবং ‘কমিউনিটি চেঞ্জ মেকার কম্পিটিশন’ ও ‘তোমার চোখে তারুণ্য ফটো কন্টেস্ট’-এ অংশগ্রহণের সুযোগ পাবে। সেই সঙ্গে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, ইয়ুথ ইনফরমেশন সেন্টার অ্যান্ড লাইব্রেরি বাংলাদেশ এবং বাংলাদেশ পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্কের সদস্যপদ লাভ করবে। ১৫ থেকে ৩০ বছর বয়সী সকল তরুণ-তরুণী এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে।

এছাড়াও জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে আগামী ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি ‘সাইকেল রোড-শো’ এর আয়োজন করা হবে। উক্ত সাইকেল রোড-শো টি ঢাকার তিনটি স্থান (উত্তরা, মতিঝিল ও মিরপুর ইসিবি চত্বর) থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ দক্ষিণ প্লাজায় মিলিত হবে। এবং সেখানে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে রোড-শো টি সমাপ্ত হবে। মোট ১৫০ জন সাইক্লিস্ট এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী সাইক্লিস্টরা ফ্রি রেজিস্ট্রেশন এর মাধ্যমে এতে অংশ নিতে পারবে।

রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন। আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) রেজিস্ট্রেশনের শেষ সময়।

ফেসবুকেও এই ইভেন্টে সম্পর্কে জানা যাবে। ইভেন্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন- ০১৭৬৪৯৪০৪৬৯ নম্বরে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড