• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত

  ভোলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১২
কনফারেন্স
কনফারেন্স (ছবি : দৈনিক অধিকার)

লিড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচীর আওতায় ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে আজ শনিবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে ভোলা শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে ভোলা মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।

মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। এ সময় বক্তারা, শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি স্কুল জীবনে সঞ্চয় করার উপকারী দিক গুলো তুলে ধরেন ও তাদেরকে স্কুল ব্যাংকিং এ অংশ নেয়ার জন্য আহবান জানান।

এ সময় ভোলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শত ছাত্রছাত্রী অংশ নেন। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড