• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসহায় ও ভাসমান মানুষদের মুখে খাদ্য তুলে দিচ্ছে ‘মির্থে’

  নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১১
ছবি
ছবি : ‘মির্থে’ একটি মানবতার সংগঠন

প্রাচীন এক চিরহরিৎ লতার নাম ‘মির্থে’। একে বলা হতো প্রেম, সুখ, আস্থা এবং উর্বরতার প্রতীক। প্রাচীন এ লতার নামেই ‘মানবতার স্বার্থে’ শ্লোগান ধারণ করে একদল তরুণ কাজ করছে মানব সেবায়। ‘মির্থে’ নামের এই সংগঠনটি কাজ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। এই সংগঠনটি বিভিন্ন প্রকল্প অনুসারে কাজ করে। ‘ক্ষুধা’ বিভিন্ন বিভিন্ন প্রকল্প ভিতর অন্যতম।

‘ক্ষুধা’ প্রকল্পে এই সংগঠনটি নিয়মিত কাজ করে অসহায় ও ভাসমান মানুষদের মুখে খাদ্য তুলে দেওয়ার। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) কমলাপুর রেলস্টেশনে প্রায় দুইশ জন পথশিশু ও অসহায় মানুষদের মাঝে একবেলার আহার বিলিয়ে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছে।

মির্থেছবি : মির্থের খাদ্য হতে উচ্ছল পথশিশুরা

‘মির্থে’ সংগঠনের কর্ণধার শারমিন আক্তার সেজ্যোতি দৈনিক অধিকারকে বলেন, ‘মির্থে একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। যেটিতে কাজ করছে এক ঝাঁক তরুণ-তরুণী যারা মূলত স্কুল-কলেজ এবং ভার্সিটি পড়ুয়া। আমাদের সমাজের অসহায় মানুষ, পথশিশু এবং ভিক্ষুকদের তুলনামূলক একটি স্বাভাবিক জীবন মানে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মির্থে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে একাধিক স্বেচ্ছাসেবক দল। বর্তমানে মির্থে দুটি প্রজেক্টে কাজ করছে। এর মধ্যে একটি প্রজেক্ট ‘ক্ষুধা’। ক্ষুধা প্রজেক্টর স্লোগান হচ্ছে ‘ক্ষুধার্তের মাঝে খাদ্য দান’। এ প্রজেক্ট এর আওতাধীন রয়েছে স্কুল-কলেজ এবং ঢাকাস্থ বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবক দল। যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে আমাদের সমাজের ভাসমান ও অবহেলিত মানুষজনের মুখে তুলে দেওয়ার চেষ্টা করছে অন্তত একবার খাবার।’

মির্থেছবি : অসহায় ও ভাসমান মানুষদের হাতে মির্থের খাদ্য

তিনি আরো বলেন, ‘এছাড়াও আমাদের দ্বিতীয় প্রজেক্ট ‘বিনির্মাণ’। এ প্রজেক্টে মূলত আমাদের স্বেচ্ছাসেবকরা ভিক্ষুকের একটি সাধারণ জীবন মানে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। মির্থে বিভিন্ন ছোট বড় কাজের সাথেই এগিয়ে যাচ্ছে। মির্থে স্বপ্ন দেখে আগামী ৩০ বছরের মধ্যে একটি ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত এবং ভাসমান মানুষ মুক্ত বাংলাদেশের। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে অসংখ্য স্বেচ্ছাসেবক দল।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড