• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে জনসেবা মেলা অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৭
বাগেরহাট
জনসেবা মেলায় অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও জবাবদিহিতা নিশ্চিত করতে দিনব্যাপী জনসেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ, রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অংশগ্রহণ করে। মেলায় অংশ নেয়া এ দপ্তর গুলো তাদের সেবা সমূহ জনগণ ও যুব জনগোষ্ঠীর সামনে তুলে ধরে। যাতে সরকারি এ সেবা সমূহের সুফল দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণির মানুষ পেতে পারে এবং এর মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত হয়।

বাঁধনের ‘এফোরআই’ প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম রিতুর সভাপতিত্বে ও ইয়ুথ গ্রুপের সদস্য তানজিম আহমেদের অনুষ্ঠানটি পরিচালনা করেন।

মেলা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর বাগেরহাট প্রধান সমন্বয়কারী মশিউর রহমান, বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক কাকলি ফারহানা, মো. শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সৈয়াদা লায়লা আক্তার, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি শিবানী দাস, প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বাঁধনের ইয়ুথ গ্রুপের প্রায় তিন শতাধিক সদস্যসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড