• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সচেতনতাই নিরাপত্তা’ নিয়ে ভিবিডি ঢাকা জেলা

  নিজস্ব প্রতিনিধি

১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৭
ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঢাকা জেলার ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম ‘সচেতনতাই নিরাপত্তা’ (ছবি : দৈনিক অধিকার)

ডেঙ্গু নিয়ে আমরা অনেকেই এখন সচেতন। কিন্তু রাতের গভীরে রাস্তার ধারে আনাচে কানাচে রাত্রিযাপন করে এ শহরের বহু মানুষ। রাত্রিযাপনের জন্য যাদের মাথার ওপর ছাদ নেই ডেঙ্গু সচেতনতা যেন তাদের কাছে বিলাসিতার নাম।

তাই সেইসব সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঢাকা জেলার ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম ‘সচেতনতাই নিরাপত্তা’। এ আয়োজনে গেল ৩ সেপ্টেম্বর পথের ধারে রাত্রিযাপনকারীদের ডেঙ্গু নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঢাকা জেলার এক ঝাঁক স্বেচ্ছাসেবক।

ছবি

ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম ‘সচেতনতাই নিরাপত্তা’ (ছবি : দৈনিক অধিকার)

তারা ঢাকার ধানমন্ডি ঝিগাতলা থেকে শুরু করে আজিমপুর, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে পথের ধারের রাত্রিযাপনকারীদের মধ্যে মশারি বিতরণ করেছে। তারা যেন এ ডেঙ্গু মহামারিতে নিজেদের নিরাপদ রাখতে পারে।

আমরা সচেতন হলেই আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা সকলে সচেতন হলেই সমাজের অসহায়, দুস্থ মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে। আর সেই লক্ষ্যেই ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঢাকা জেলার এ আয়োজন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড