• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছিন্নমূল পথ শিশুদের মাঝে স্পন্দনের একবেলার আহার

  রমেক প্রতিনিধি

১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৮
রংপুর মেডিকেল কলেজ
এক বেলার খাবার বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৩০ পথ শিশুর মাঝে একবেলার খাবার বিতরণ করেছে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানব সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পন্দন’।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে এই খাবার বিতরণ করা হয়।

ক্যাম্পাসের আশেপাশে ছিন্নমূল অসহায় পথ শিশুরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাদের ঠিকমত একবেলা খাবার জোটে না। অনেকে আবার এই বয়সে শিশু শ্রমিক হিসেবে কাজ করে। কোনোদিন কাজ পেলে খাবার জোটে তো কোনোদিন কিছুই জোটেনা।

আজকে এইসব শিশুদের মধ্য খাবার বিতরণে অংশ নিয়েছিলেন- স্পন্দনের সভাপতি মিনহাজুল কাদির, সাধারণ সম্পাদক আলমগির হোসেন, অর্থ-সম্পাদক রিফাত আরা সুপ্তি, সহসভাপতি মারুফ, এছাড়াও জাহিদ, সামিউল, খুশি, ফারাহ হামিদ রাহা, তাকিয়া, রেশমা ঝুমা, জাকিয়া, আনিকা তাবাচ্ছুম মুগ্ধসহ অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ আগস্ট ১৮ জন সদস্য নিয়ে স্পন্দন যাত্রা শুরু করে। সংগঠনটির বর্তমান সদস্য প্রায় ৪৩ জন। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই স্পন্দন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। সম্প্রতি শীত বস্ত্র বিতরণসহ রমেক হাসপাতালের আশেপাশের সামর্থ্যহীন রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের পরিকল্পনা রয়েছে স্পন্দনের।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড