• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ঢাবির এক অধ্যাপককে নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল 

  অধিকার ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৪
আসিফ নজরুল
(ছবি : ইন্টারনেট)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. আসিফ নজরুল।

রবিবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাসটি দেন তিনি।

ড. আসিফ নজরুল স্ট্যাটাসটি অধিকার নিউজের পাঠকদের উদ্দেশে হুবহু তুলে ধরা হলো-

ফেসবুকে আসিফ নজরুল লিখেছেন, ‘আমাদের সাথে টেনিস খেলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একা থাকেন। দেশ নিয়ে ভাবার অনেক সময় তার। কিন্তু আওয়ামী লীগের কট্টর সমর্থক বলে তার সাথে বেশি আলাপ করা যায় না।

সেই তিনি পরশু রাতে ফেরার সময় ফোঁস করে দীর্ঘ্শ্বাস ফেলেন। বলেন, আমরাই আসলে রোহিঙ্গা এদেশে। আমাদের কিছু বলার নাই, কোনো দাম নাই।

দেশ নিয়ে এমন হতাশার কথা শুনি আজকাল অনেকের কাছে। আমার পুরানোর ঢাকার রাজনীতিবিমুখ বন্ধুরা বলেন, পলাশী বাজারের ফল বিক্রেতারা বলেন, রাস্তায় হঠাৎ থামিয়ে হাত চেপে ধরা মানুষরা বলেন। এদেশের ভবিষ্যত নিয়ে চিন্তিত না শুধু আওয়ামী লীগের সুবিধাভোগী মানুষ আর অন্ধ স্তাবকরা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড