• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ জনতা হাতে হাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ

  কালাই প্রতিনিধি, জয়পুরহাট

২৭ আগস্ট ২০১৯, ১৬:৩৩
জয়পুরহাট
অতিথিরা বক্তব্য রাখছেন (ছবি : দৈনিক অধিকার)

‘পুলিশ জনতা হাতে হাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অগাস্ট) দুপুরে কালাই থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, হলরুমে কালাই থানার ওসি (তদন্ত) মো. মালেক এবং সভাপতিত্ব করেন কালাই থানা কমিউনিটি পুলিশিং ফোরাম প্রধান সমন্বয়কারী ও কর্মকর্তা ইনচার্জ মো. আবদুল লতিফ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাটের পাঁচবিবি সার্কেল সহকারী পুলিশ সুপার ইসতিয়াক আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালাই পৌরসভার সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, রাজশাহী বিভাগের কমিউনিটি পুলিশিং ফোরামের প্রতিনিধি আয়নাল, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া, কালাই থানার এস আই নৃপেন্দ্রনাথ বর্মন, উপজেলার আওয়ামী লীগের নেতা আহছান হাবীব ও রেজাউল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মহিমা, প্রমুখ।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড