• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তরুণদের সাফল্যের বার্তা জানালেন এএসপি ইমরুল

  চবি প্রতিনিধি

২৫ আগস্ট ২০১৯, ২১:০৩
সেমিনার
মোটিভেশন ও ক্যারিয়ার কাউন্সিল শীর্ষক সেমিনার (ছবি : সংগৃহীত)

শিক্ষা ক্ষেত্রে দিনদিন পাশের হার বাড়লেও সঠিক জানাশোনার অভাবে চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে অনেকেই। বিশেষ করে বিসিএস ও অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সফলতার হার ক্রমশ কমে যাচ্ছে। তাই এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের মোটিভেশন ও ক্যারিয়ার কাউন্সিল নিয়ে একটি সেমিনার আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এএসপি ইমরুল হাসানসহ সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা।

শনিবার (২৪ আগস্ট) বিকালে নগরীর ষোল শহরস্থ এলজিইডি (LGED) ভবনের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সামগ্রিকভাবে সহায়তা করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভূঁইয়া।

এতে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার মালেক মজুমদার, ফেনীর সমবায় ট্রেনিং সেন্টারের পরিচালক মো. শাহ নেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী, বান্দরবান জেলার জেলা তথ্য অফিসার প্রকাশ দেবনাথ, চট্টগ্রামের সহকারী কর কমিশনার মেহেদী হাসান শাকিল, পটিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মিজানুর রহমান, সহকারী জাজ মমিনুল হক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের হাবিবা আক্তার ইমুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা জাতি গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। চলার পথের সকল বাধাবিপত্তি কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার গল্প শোনান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া বলেন, ‘এই তরুণেরাই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ভেতরের সুপ্ত প্রতিভা ঘুমিয়ে আছে। তাই এ ধরনের আয়োজন তরুণদের উজ্জীবিত করবে বলে মনে করি।’

এ ব্যাপারে এএসপি ইমরুল জানান, ‘এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো- শিক্ষার্থীদের মোটিভেশন দেওয়া। তাদের ভেতরের শক্তিকে জাগ্রত করা। পিছিয়ে পড়াদের উৎসাহ দেওয়া। দেশের প্রত্যন্ত এলাকা থেকে দেশ গঠনে উঠে না আসলে ভারসাম্য নষ্ট হবে। আজকের তরুণ আগামীর ভবিষ্যৎ ৷ তাই তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াসে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।’

উল্লেখ্য, এএসপি ইমরুল হাসান ৬৯ তম বুনিয়াদী প্রশিক্ষণের অংশ হিসাবে ২১ দিনের জন্য চট্টগ্রাম জেলায় সংযুক্তিতে এসেছেন।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড