• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা

  নরসিংদী প্রতিনিধি

২২ আগস্ট ২০১৯, ২১:১২
নরসিংদী
মতবিনিময় সভা চলাকালে (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীর মাধবদীতে মাধবদী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার সময় রমনী কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ সাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

আরও উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন সেক্রেটারি, নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন, আব্দুল মোমেন ভূঁইয়া, মনিরুজ্জামান ভুইয়া, মকবুল হোসেন কমিশনার, সামসুর রহমান, আব্দুর রব দেওয়ান ও আলাউদ্দিন আল আজাদসহ মাধবদী বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মাধবদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইভটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদকের ভয়াবহতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তৃতায় নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার মাদক, সন্ত্রাস, ও চাঁদাবাজির ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে বলেন, নরসিংদী থেকে মাদককে সমূলে উৎখাত করতে নরসিংদী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চলছে।

মাদকের ব্যাপারে প্রত্যেক পরিবারের পিতা-মাতাকে তাদের সন্তানদের আচার-আচরণ ও গতিবিধি পর্যবেক্ষণ করতে বিশেষ অনূর্ধ্ব জানান।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড