• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২১ আগস্ট ২০১৯, ১৯:৪৯
মৌলভীবাজার
অভিযান পরিচালনাকালে (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজারসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্নস্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।

বুধবার (২১ অগাস্ট) বিকালে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় পূর্ব ব্রাক্ষণবাজারের পলাশ এন্ড প্রকাশ হোটেলকে দুই হাজার টাকা, মৌলভীবাজার রোডের ঘিলাছড়া হোটেলকে দুই হাজার টাকা, কুলাউড়া রোডের হোটেল নাইওরীকে তিন হাজার টাকা ও মৌলভীবাজারে রোডের আনমনা বিউটি পার্লারকে এক হাজার টাকাসহ মোট আট হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, খোলা অবস্থায় রাস্তার পাশে খাদ্য রেখে বিক্রি করা, বিউটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী রাখাসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করা হয়।

অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড