• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাকাটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা

  নিজস্ব প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১৯:৪১
শোক সভা
জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা (ছবি : দৈনিক অধিকার)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২ নম্বর কোষারাণীগঞ্জ ইউনিয়নে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নাকাটিহাটে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম রাজা এ সভার সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘১৫ আগস্টে জাতির জনক ও তার পরিবারের সদস্যদের যে নির্মমভাবে হত্যা করা হয় বিশ্বের ইতিহাসে এ ধরণের রাজনৈতিক হত্যাকাণ্ড আর দ্বিতীয়টি নেই। রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে আমাদের মধ্যে ভেদাভেদ থাকলেও বঙ্গবন্ধুকে বিভাজন করা উচিত নয়। তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের সর্বসাধারণের নেতা।’

এ সময় বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্ম-স্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান তারা। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ওডি/এসএসকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড