• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালে রোগীদের মধ্যে মশারি বিতরণ

  ভোলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, ১৯:০৭
মশারি বিতরণ
মশারি বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

ভোলায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ভোলা সদর হাসপাতালে দুইশ রোগীর মধ্যে মশারি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের পৃষ্ঠপোষকতায় ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের পক্ষ থেকে এই মশারি বিতরণ করা হয়।

ভোলা জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মশারি বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. নুর নবী, ভোলা জেলা চেম্বার অব কমার্সের পরিচালক ও সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

পরে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মশারি বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশনা দেন।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড