• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছাত্রলীগের নির্দেশনায় মাসুদ-খবিরের পরিচ্ছন্নতা কর্মসূচি

  মো. শাহ্‌ নেওয়াজ

১০ আগস্ট ২০১৯, ১৭:২৩
পরিচ্ছন্নতা অভিযান
সিকিনওহাটা যুব সংঘের পরিচ্ছন্নতা অভিযান (ছবি : সংগৃহীত)

সাম্প্রতিক সময়ের মহামারী সংক্রমণ ডেঙ্গু প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নির্দেশনায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ খবিরের উদ্যোগে ‘সিকিনওহাটা’ গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকালে এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল ৯ টায় গ্রামের তরুণরা দলে দলে যুক্ত হয়ে মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হয়। তারপর তারা মুখে মাস্ক, হাতে গ্লাভস দিয়ে কাস্তে নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিকি বাজার হয়ে সিকি জামে মসজিদ এবং সিকিনওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

এ সম্পর্কে আসাদুজ্জামান বলেন, ‘একজন ছাত্রলীগ কর্মী হয়ে সাম্প্রতিক ভয়াবহ সমস্যা ডেঙ্গুর বিরুদ্ধে আমার নিজ গ্রামে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে ভূমিকা পালন করায় নিজেকে বড় ধন্য মনে করছি। সকল প্রকার কল্যাণমূলক ও ইতিবাচক কার্যে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই প্রস্তুত রয়েছে।’

মাসুদ রানা বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি, কল্যাণ, ঐতিহ্য সর্বক্ষেত্রে আমাদের গ্রামকে এগিয়ে নিয়ে একটি সমৃদ্ধ ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।’

আবির মাহমুদ খবির বলেন, ‘আমরা আমাদের ভূমিকা নিয়মিত বজায় রাখতে চাই। আমাদের গ্রামকে একটি ডিজিটাল গ্রাম হিসেবে গড়ে তুলতে সর্বদাই আমরা প্রস্তুত।’

কর্মসূচিতে সিনিয়র দিকনির্দেশনায় ছিলেন অডিট অফিসার জনাব মিসবাউল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা ডেঙ্গু। সুতরাং প্রত্যেক গ্রামে এর মহামারী আকার ছড়ানোর পূর্বে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতামূলক কর্মকাণ্ডে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’

কৃষি ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘সুনাগরিক হিসেবে আমাদের সচেতন হওয়া এবং এগিয়ে আসাটাই মুখ্য।’

অভিযানের ব্যাপারে শিক্ষানবিশ আইনজীবী মো. এনামুল হক বলেন, ‘প্রত্যেক গ্রামের যুব শক্তিই হলো ঐ গ্রামের প্রাণ। যুবকেরা সচেতন হলে সচেতন হবে পরিবার, সচেতন হবে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, পরিশেষে আমাদের বাংলাদেশ।’

এ কর্মসূচি পরিচালনায় ছিলেন- রুবেল হোসেন, এজাজুল হক, সাইফুল হাসান, মশিউর রহমান, মফিজুল ইসলাম সৌরভসহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিত্ব।

উল্লেখ্য, পরিচ্ছন্নতা কাজের পূর্বেও ডেঙ্গু বিষয়ে লিফলেট প্রদান, পথ সভা, সন্ধ্যাকালীন সভা করে এডিস মশা, এর প্রকৃতি ও বিস্তার সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং প্রতিরোধ বিষয়ে বিশেষ সেমিনারও করে সিকিনওহাটা যুব সংঘ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড