ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন ছাত্রলীগের নেতা কর্মীরা।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি জেলা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন- সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রনি, বর্তমান সাংগঠনিক সম্পাদক নাহিদ আলম নিউমুন, অনুপ দত্ত,শাহজালাল জনি, মিথুন, কাজল রায়, অমৃত মোদক, অন্তর, নওশাদ, হাবিব, মাহাবুব, তনুসহ দুই শতাধিক নেতাকর্মী।
জানা গেছে, সেপ্টেম্বরের ১১ তারিখে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। চলতি মাসের ১৮ তারিখ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৯ জুলাই ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মাহবুব হোসেন রনি এবং সানোয়ার পারভেজ পুলককে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।
ওডি/এমবি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড