• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁচতে চায় দুর্গা দাস

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ২২:৩৫
ক্যান্সার
ক্যান্সার আক্রান্ত দুর্গা দাস (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ‘দৈনিক সরোদ’ পত্রিকার ফটো সাংবাদিক শংকর দাসের মেয়ে দুর্গা দাস (১৫) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে এক মাস যাবত চিকিৎসাধীন রয়েছেন। অর্থের অভাবে এখন তার চিকিৎসা থমকে আছে। দুর্গা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্গার ক্যানসার নির্মূলে ছয়টি কেমোথেরাপি দিতে হবে। সবগুলো কেমোথেরাপি ও হাসপাতালের অন্যান্য খরচের জন্য দুই লাখ টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র শংকর দাসের পক্ষে এই টাকার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য সমাজের বিত্তবানদের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যে আবেদন জানিয়েছেন তিনি।

ফটো সাংবাদিক শংকর দাস জানান, মাস তিনেক আগে দুর্গা পেটে ব্যথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক দুর্গাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানান দুর্গার জরায়ুর পাশে টিউমার হয়েছে। এরপর আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে সেই টিউমার অপারেশন করার পর সেখানে ক্যান্সার ধরা পড়ে।

তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সার নির্মূলের জন্য ছয়টি কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি কেমোথেরাপি দিতে ৩০ হাজার টাকা করে লাগবে। ইতোমধ্যে একটি কেমোথেরাপি দিয়ে দুর্গাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাকি কেমোথেরাপি গুলো দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তাই সমাজের বিত্তবানদের কাছে আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য সাহায্য চাইছি।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড