• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পাটগ্রাম পৌরসভা

  লালমনিরহাট প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ১০:১৭
পৌরসভা
পাটগ্রাম পৌরসভার প্রধান ফটক (ছবি : দৈনিক অধিকার)

লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার প্রধান ফটক বন্ধ করে ব্যানার টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পাটগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।

বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত (১৪ জুলাই) রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কার্যক্রম শুরু হয়। পাটগ্রাম পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আহসানুল হক, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ, পাটগ্রাম পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক অনুপ কুমার রায়সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ কর্মবিরতিতে অংশ নেন।

এ সময় পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী, কাউন্সিলর আজিজুল হক দুলালসহ সকল কাউন্সিলরগণ কর্মবিরতি পালনে একাত্মতা ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ জুলাই স্ব-স্ব পৌরসভায় কর্মবিরতি ও ২ জুলাই প্রত্যেক জেলা সদরে জেলার সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কর্মবিরতি পালন করা হয়। এছাড়াও জেলা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও ১৪ জুলাই ঢাকা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড