• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রেসক্লাবে মানববন্ধন

  অধিকার ডেস্ক

১১ জুলাই ২০১৯, ০২:২৯
মানববন্ধন
সামাজিক সংগঠনসমূহের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

‘রিক্সা উচ্ছেদ নয়, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ চাই’ স্লোগানে মানববন্ধন করেছে ইনস্টিটিউট অব ওয়েলবিইং, কার ফ্রি সিটিজ এলায়েন্স বাংলাদেশ ও ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশনসহ ৭টি সামাজিক সংগঠন।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘ভিআইপি লেন বা সড়ক বাদ দিন। রিক্সার লেন আলাদা করে দিন। মধ্যবিত্তদের রিক্সা ছাড়া গতি নাই। রাস্তায় যদি বাস থাকে তিনটি তবে ব্যক্তিগত থাকে তিন হাজার, সাধারণ মানুষ যাবে কিসে? রিক্সা নয় ব্যক্তিগত গাড়ি যানজটের জন্য দায়ী।’

এ সময় বক্তারা আরও বলেন, ‘ঢাকা শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রাইভেট কারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। অপরদিকে যাতায়াত, সামাজিক, পরিবেশগত সমস্যা ও অর্থনৈতিক ক্ষতি হওয়া সত্ত্বেও একের পর এক ঢাকার সড়কপথ থেকে রিকশা বন্ধ করা হচ্ছে। অথচ পরিবেশ, জ্বালানি, অর্থনীতি ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে চলাচলের সুযোগ অব্যাহত রাখা প্রয়োজন। ঢাকা শহরে বড় বড় সড়কগুলোতে গাড়ি পার্কিং বন্ধ করে রিকশার লেন করা হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। প্রয়োজনে বড় সড়কে রিকশার লেন প্রদান, রিকশার কাঠামোগত উন্নয়ন এবং রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

মানববন্ধনে ৯ টি সংগঠনের সদস্যরা ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড