• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  ফরিদপুর প্রতিনিধি

০৮ জুলাই ২০১৯, ১৬:৩৩
মানববন্ধন
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার )

ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর আর. ডি. একাডেমির সহকারী শিক্ষক মৃগাঙ্ক শেখর ভৌমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে তারা। এ সময় মানববন্ধনে হামলাকারী আশিক চক্রবর্তীর শাস্তির দাবি করেন বক্তারা। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের উত্তক্তকারীদের গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মিয়া ও হামলার শিকার শিক্ষক মৃগাঙ্ক শেখর ভৌমিকসহ সাধারণ শিক্ষার্থীরা

উল্লেখ্য, গত ১ জুলাই চক ভবানিপুর গ্রামের অলোক চক্রবর্তীর ছেলে আশিক চক্রবর্তী স্কুলের কক্ষে ঢুকে নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করে। বিষয়টি শিক্ষকদের অবগত করা হলে আশিককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এর দুদিন পর গত বুধবার বিকালে স্কুল শেষে বাড়ি ফেরার পথে সহকারী শিক্ষক মৃগাঙ্ক শেখর ভৌমিককে পিটিয়ে আহত করে বখাটে আশিক চক্রবর্তী।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড