• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

যবিপ্রবির সামনে ফাতেমা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন

  যবিপ্রবি প্রতিনিধি

২৫ জুন ২০১৯, ১৫:১৮
যবিপ্রবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মূল ফটকের সামনে ফাতেমা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শহরে বা দূরে কোথাও না গিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্নিকটেই যেন শিক্ষার্থীরা কম্পিউটার বিষয়ে খুব কম খরচে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারার জন্য এ ট্রেনিং সেন্টার করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকালে দোয়া-মোনাজাতের মাধ্যমে ফাতেমা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ট্রেনিং সেন্টারটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অফিস অ্যাপলিকেশন ও ডাটাবেজ বিষয়ে ছয় মাস মেয়াদী কোর্সে ভর্তি করা হয়। আর ডিজিটাল যুব উন্নয়নের অধীনে ৩ মাস, ৬ মাস এবং ১ বছর মেয়াদী অফিস অ্যাপলিকেশন, ডাটাবেজ, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন বিষয়ে ভর্তি করা হয়।

ট্রেনিং সেন্টারটির পরিচালনায় রয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার প্রশিক্ষক মো. মুজাহিদ হাসান। ট্রেনিং সেন্টারটির পরিচালনায় রয়েছেন মো. হাবিবুর রহমান। এছাড়া শিক্ষার্থীদের প্রয়োজনে বিশেষজ্ঞ ট্রেইনাররা এই ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেবেন বলে জানা গেছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড