• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ের বৃক্ষপ্রেমী এ কে এম হারিজের মৃত্যু

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

২৫ জুন ২০১৯, ১২:৩২
একে এম হারিজ
কাপ্তাইয়ের বৃক্ষপ্রেমী একে এম হারিজ ( ছবি : দৈনিক অধিকার)

কাপ্তাইয়ের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বৃক্ষপ্রেমী একে এম হারিজ (৯০) দীর্ঘ দিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (২৫ জুন) ভোর পৌনে ৪টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা গেছেন।

একে এম হারিজ ১৯৯০-৯১ সালে সাত লাখ বৃক্ষ রোপণ করে প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা বৃক্ষপ্রেমী হিসেবে গোল্ড মেডেল পুরস্কার গ্রহণ করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সংগঠনের সঙ্গে মৃত্যুর পূর্ব মুহূর্তে কাজ করে যান বলে তার ছেলে সরোয়ার হোসেন জানান।

একে এম হারিজ স্ত্রী, ৯ ছেলে তিন মেয়ে ও বহু আত্বীয়-স্বজন রেখে যান। মরহুমের মৃত্যুতে কাপ্তাইয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠন ও কাপ্তাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর সমবেদনা জ্ঞাপন করে।

মঙ্গলবার (২৫ জুন) শীলছড়ি খেলার মাঠে জানাজার নামাজ শেষে করবস্থানে তাকে দাফন করা হয়।

ওডি/ এসএএফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড