• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজ বাবার সন্ধান চায় সন্তানেরা

  নিজস্ব প্রতিনিধি

২৪ জুন ২০১৯, ০৯:৪৬
নিখোঁজ
নিখোঁজ মো. দেলোয়ার হোসেন (ছবি : সম্পাদিত)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা মাজহারুল ইসলামের পিতা মো. দেলোয়ার হোসেনকে রবিবার (২৩ জুন) দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের বয়স ৬০ বছর এবং হারিয়ে যাওয়ার সময় তার পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, এক হাতে ঘড়ি, অন্য হাতে ইসলামিয়া হাসপাতালের একটি ব্যান্ড পরা ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানা যায়, রবিবার দুপুরে ঢাকার ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে ছেলে মাজহারুলের সঙ্গে চিকিৎসকের কাছে যান দেলোয়ার হোসেন। পরবর্তীতে কিছুক্ষণের জন্য মাজহারুল দূরে গেলে এসে তার বাবাকে সেখানে খুঁজে পাননি। হাসপাতালের সিসি ক্যামেরাতে পর্যবেক্ষণ করে দেখা যায় দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে চলে যাচ্ছেন। পরে ফার্মগেট এলাকার পুলিশ সদস্যদের বিষয়টি জানান ছেলেরা, কিন্তু আশপাশে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে। যদি কোনো ব্যক্তি তার সন্ধান দিতে পারেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

যোগাযোগ : ০১৫১৭১৬৯৭৫৫ (মাজহারুল ইসলাম, ছোট ছেলে) ০১৭২১২৭৮১৭২ (মামুনুর রশিদ, মেজ ছেলে)।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড