• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির সিনেট সদস্যকে সংবর্ধনা

  নিজস্ব প্রতিনিধি

১৬ জুন ২০১৯, ১১:৫৫
সংবর্ধনা
সংবর্ধনা অনুষ্ঠান (ছবি : সংগৃহীত)

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য মনোনীত হওয়ায় দীপংকর তালুকদারকে (এম. পি) সংবর্ধনা দিয়েছে আওয়ামী পেশাজীবী পরিষদ। শনিবার (১৫ জুন) বিকাল ৪টা ৩০ মিনেটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীপংকর তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে মনোনীত হওয়া প্রথম সদস্য।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- দীপংকর তালুকদার এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোতাহের হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে দীপংকর তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আওয়ামী পেশাজীবী পরিষদ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ, রাবিপ্রবি ছাত্রলীগ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঈন উদ্দীন, আওয়ামী পেশাজীবী পবিষদের আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী এবং এম. পি দীপংকর তালুকদারসহ আরও অনেকে।

বক্তবের এক পর্যায়ে দীপংকর তালুকদার জানান, পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করছেন আর তারই অংশ হিসেবে ইতোমধ্যে একটি মেডিকেল কলেজ এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড