• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে শুরু হয়েছে ৮ দিনব্যাপী বইমেলা

  কক্সবাজার প্রতিনিধি

১৬ জুন ২০১৯, ০৮:৫২
বই মেলা
বই মেলা (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বইমেলা চলবে চলবে ১৫জুন থেকে ২২ জুন পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, বই জ্ঞানের আধার। পৃথিবীর সকল জ্ঞান বইয়ের পাতায় ঘুমিয়ে থাকে। কোনো পাঠক যখন বইয়ের পাতা খুলে, তখন ঘুমন্ত জ্ঞান জেগে ওঠে, কথা বলতে শুরু করে পাঠকের সঙ্গে। জ্ঞানের আলো তখন পাঠককে আলোকিত করে। পাঠকের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্ব চরাচরে।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাজাহান আলির সভাপতিত্বে শনিবার (১৫ জুন) সকালে পাবলিক হল মাঠে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইনষ্টিটিউটের মহাপরিচালাক অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, বই মেলা আয়োজন কমিটির সদস্য সচিব অ্যাড. তাপস রক্ষিত প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধান অতিথি ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন। বই মেলায় মোট ৩৮ টি স্টল অংশ নিয়েছে। এরমধ্যে কক্সবাজার সাহিত্য একাডেমী ছাড়া বাকি ৩৭ টি ঢাকা ও চট্টগ্রামের প্রকাশনী।

এরআগে একই দিন সকালে সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ড. মো. আবু হনা মোস্তফা কামাল এনডিসিসহ অন্যান্য অতিথিরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (প্রটোকল), বই মেলা আয়োজন কমিটির সদস্য সচিব অ্যাড. তাপস রক্ষিতসহ অন্যান্যরা তাঁদের স্বাগত জানান।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড