• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় শিশু একাডেমি পুরস্কার পেল সোনারগাঁওয়ের নওরিন

  সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণগজ্ঞ

১৫ জুন ২০১৯, ১২:৫৬
শিল্পী নওরিন
জাতীয় শিশু পুরস্কার পেয়েছে সোনারগাঁয়ের শিশু শিল্পী নওরিন ( ছবি : দৈনিক অধিকার )

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শিশু শিল্পী নওরিন। ভাবসঙ্গীতে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে সাফল্য ছিনিয়ে নেয় এই মেধাবী শিশু শিল্পী। এ বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জয় করে সে।

পরে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট। বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় সারা দেশের এক হাজারেরও বেশি শিশু-কিশোর অংশ নেয়। উপজেলা থেকে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব দেখিয়ে বিচারক এবং দর্শকদের মুগ্ধ করে নওরিন।

পুরস্কার বিজয়ের পর নওরীন সাংবাদিকদের জানান, ভবিষ্যতে বড় শিল্পী হয়ে দেশের মানুষকে আনন্দ দিতে চায় সে।

নওরীন বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে সাংবাদিক এম এ শাহীনের জেষ্ঠ্য কন্যা। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের বরাব গ্রামে বসবাস করে। তার শিক্ষাগুর বাউল সস্ম্রাট শফি মণ্ডল ও নরসিংদীর অঞ্জন দেবনাথ। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

ওডি/ এসএএফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড