• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে ঈদ উপলক্ষে গ্রাম পুলিশদের পাঞ্জাবি প্রদান

  ঝিনাইদহ প্রতিনিধি

০২ জুন ২০১৯, ১৫:১৮
ঝিনাইদহ
পাঞ্জাবি প্রদানের পর (ছবি : দৈনিক অধিকার)

ঝিনাইদহে মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের সাথে নিরাপত্তার দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের ঈদে কাপড় হিসেবে পাঞ্জাবি প্রদান করা হয়েছে। রবিবার (২ জুন) এসব পাঞ্জাবি প্রদান করা হয়।

সদর থানা পুলিশের পক্ষ থেকে থানা চত্বরে তাদের হাতে পাঞ্জাবি তুলে দেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ সময়- সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর থানার ওসি মিজানুর রহমান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলার ৪৪ জন গ্রাম পুলিশকে ঈদ উপলক্ষে এ পাঞ্জাবি প্রদান করা হয়। গ্রাম পুলিশ সদস্যরাও পাঞ্জাবি পেয়ে আনন্দ প্রকাশ করেন।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, পুলিশ সদস্যদের পাশাপাশি গ্রাম পুলিশও মানুষের জানমালের নিরাপত্তায় নিরলস পরিশ্রম করে চলেছে। তাই ঈদুল ফিতর উপলক্ষে তাদের এই উপহার প্রদান করা হলো।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড