• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০০০ নিম্ন আয়ের মানুষকে ঈদ সামগ্রী দিবে

  অধিকার ডেস্ক

০২ জুন ২০১৯, ০৬:৩০
শুনতে কি পাও এর সদস্যরা
অসহায় মানুষদের ঈদ সামগ্রী তুলে দিচ্ছেন শুনতে কি পাও এর সদস্যরা

'মানববিকতার তাগিদে মানুষের পাশে', - এই স্লোগান নিয়ে শুনতে কি পাও?? এর পথচলা। অনলাইন ভিত্তিক তরুণ ছাত্র-ছাত্রীদের সংগঠন "শুনতে কি পাও??" ২০১৩ সালে যাত্রা শুরু কেকেই বেশ কয়েকটি ইভেন্ট করেছে, কিন্তু এইবারের যাত্রায় চেষ্টা করেছে একটু ভিন্ন কিছু করার।

ঈদ হোক সম্প্রীতির, ঈদ হোক খুশির এবং ভালোবাসার। এই ঈদে "হাসি ফুটুক সবার মুখে" স্লোগানটি নিয়ে শুনতে কি পাও?? কিছু মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়ার দায়িত্ব কাধে তুলে নিয়েছে, যাদের সামর্থ নেই তা কেনার মত ঈদের মত উৎসবের দিনেও।

শুনতে কি পাও?? এর এই দৃঢ় প্রয়াসে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসে 'Oversesas Courire Service_OCS Bangladesh', Eastern Trading Company নামে পরিচিত এই কুরিয়ার সেবা প্রধানকারী প্রতিষ্ঠান। তাদের সম্পুর্ণ আর্থিক সহযোগীতায় ১০০০ নিন্ম আয়ের মানুষের কাছে আগামী শনিবার (১ জুন) ঢাকায় দিবে দেয় এই ঈদ সামগ্রী।

একটু ভালোবাসার, একটু সম্প্রীতির ছোঁয়া পৌঁছে দিতে শুনতে কি পাও?? এর প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক তাদের হাতে পোলাও চাল, চিনি, দুধ, সেমাই এর প্যাকেট নিয়ে এরকম ১০০০ ব্যাগ তুলে দিবে ঢাকার উত্তরা, মিরপুর, মহাখালী, হাজারীবাগ টেনারী বস্তিসহ নানা যায়গায়।

তাদের মধ্যে এই ঈদের হাসি ছড়িয়ে দেওয়ার ইভেন্টে 'শুনতে কি পাও??' এর সাথে যোগদান করবেন ওয়ারীর অতিরিক্ত উপ পুলিশ প্রধান (প্রশাসন) ইফতেখায়রুল ইসলাম, অভিনেতা ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন, কার্টুনিষ্ট মোর্শেদ মিশুসহ আরও নানা পরিচিত মুখ।

ওডি/এসএস

(ছবি : সংগৃহীত)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড