• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নবম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশের দাবি

  খাগড়াছড়ি প্রতিনিধি

৩০ মে ২০১৯, ১৮:৩২
প্রতিবাদ সমাবেশ
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ (ছবি- দৈনিক অধিকার)

নবম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশ, ৫৭ ধারা বাতিলসহ নানা দাবিতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) আয়োজনে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন খাগড়াছড়ি পেশাজীবী সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে কেইউজের অস্থায়ী কার্যালয়ের সামনে এই বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কেইউজের অস্থায়ী কার্যালয়ের সামনে দিয়ে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে ৫৭ ধারা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সেই সাথে বক্তারা ৯ম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশ, পেশাজীবী কর্মরত সাংবাদিকদের বেতন বোনাস প্রদানের দাবি জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গণহারে ছাটাইয়ের প্রতিবাদ জানান।

সমাবেশে সাংবাদিক নেতারা সকল মিডিয়া কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান জানান।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)র সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক তরুণ ভট্টাচার্য, কেইউজের সাধারণ সম্পাদক আচার্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরী, প্রমুখ।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড