• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসহায়দের মাঝে ঈদের পোশাক বিতরণ

  বেলকুচি প্রতিনিধি, সিরাজগঞ্জ

২৪ মে ২০১৯, ২১:৩৮
সিরাজগঞ্জ
ঈদ বস্ত্র বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

‘সেবার মানসিকতায় পথ চলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সিরাজগঞ্জের বেলকুচিতে সামাজিক সংগঠন ‘পাশে আছি ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায়, এতিম ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া (চড়) মারকাযূল উলুম হাফিজিয়া কাওমীয়া মাদ্রাসা মাঠে অসহায় গরীব ও এতিমদের মাঝে ঈদ বস্ত্র (শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী ইত্যাদি) বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠান পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় "পাশে আছি ফাউন্ডেশন" এর চেয়ারম্যান আবু হুরায়রা বিজয়ের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. রিহান আহমেদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ডা. মো. রুহুল আমিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আজগড়া (চড়) মারকাযূল উলূম হাফিজিয়া কাওমীয়া মাদ্রাসা মসজিদের সভাপতি, মো. আব্দুল মান্নান ফকির ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক, মাওলানা মো. সোলায়মান হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা মাফিজুল ইসলাম, সদস্য, রাজীব, রাকিব, মিলন, হাবীব, সেতু সরকার, প্রমুখ।

এ সময় প্রায় শতাধিক অসহায় গরীব ও এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড