• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডুয়েটের সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

  ডুয়েট প্রতিনিধি

২১ মে ২০১৯, ২০:৩৫
ডুয়েটের সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের ১৬তম কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেবজিত দাশ আকাশের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আকাশ ডুয়েটের ২৭ তম ব্যাচের সিভিল ডিপার্টমেন্টের ছাত্র এবং তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদাপ্রসাদ গ্রামে। চরফ্যাশন থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে তার বসতবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবির। তিনি জানান, আমি দুই ঘণ্টা এলাকায় অবস্থান করে স্থানীয় জনগণের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কারও পারিবারিক শত্রুতার কোনো প্রমাণ পাইনি। ফায়ার সার্ভিসের রিপোর্ট এবং তদন্ত সম্পন্ন হবার আগে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে এটা সাম্প্রদায়িক হামলা।

দেবজিত দাশ আকাশ জানান, ‘গত ২০মে সকালে আমাদের বাড়ি চার দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি হয়। বড় একটা আয়োজনের পর ক্লান্ত থাকায় বাড়ির সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। রাত আনুমানিক দেড়টার দিকে টিনের চালে মানুষের হাঁটার শব্দ পেয়ে হঠাৎ তার মায়ের ঘুম ভেঙ্গে গেলে তিনি ঘরের সবাইকে জাগিয়ে কয়েকজনসহ বাইরে গিয়ে দেখতে পান টিনের চালায় আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।’

তিনি আরও বলেন, ‘এলাকাবাসীদের কারো সঙ্গে আমাদের কোনো বিষয় নিয়ে বিরোধ নেই। হরিনাম কীর্তন চলাকালীন মুসলিম ভাইয়েরা এসে বলেছে নামাজ ও ইফতারের সময়ে অনুষ্ঠান বন্ধ রাখতে, তার ব্যাতয় ঘটেনি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড