• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেরপুরে এক হাজার ফুট দেয়ালিকা প্রদর্শনী

  শেরপুর প্রতিনিধি

১৭ এপ্রিল ২০১৯, ১৯:৫৭
দেয়ালিকা
দেয়ালিকা দেখছেন এক দর্শনার্থি (ছবি : দৈনিক অধিকার)

‘স্বকীয় সাংস্কৃতিক উন্মেষের জন্যই আমাদের আবির্ভাব’ এ স্লোগানকে ধারণ করে সেচ্ছাসেবী সংগঠন ‘আবির্ভাব’ এর আয়োজনে শেরপুরে প্রদর্শিত হয়েছে এক হাজার ফুট দীর্ঘ দেয়ালিকা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসকের ‘ডিসি উদ্যানে’ এ দেয়ালিকা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং আবির্ভাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার প্রদর্শনী শেষ হয়েছে।

দেয়ালিকায় জেলাসহ জেলার বাইরের প্রায় পাঁচ হাজার লেখকের স্বরচিত কবিতা, গান, গল্প, ছড়া, কৌতুক, চিত্রাঙ্কন ও বিভিন্ন সময়ে সংগৃহীত বিয়ের গীত, লোকছড়া, শ্লোক, কথিকা ইত্যাদি স্থান পায়।

আবির্ভাবের সমন্বয়ক তানভির হাসান জানায়, এ দেয়ালিকায় স্থান পাওয়া লেখা থেকে বাছাই করে দুই হাজার লেখা নিয়ে পরবর্তীতে ম্যাগাজিন প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড