• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহে র‌্যালি

  নেত্রকোণা প্রতিনিধি

১৭ এপ্রিল ২০১৯, ১৬:৩২
র‌্যালি
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয় (ছবি- দৈনিক অধিকার)

স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে সিভিল সার্জন তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এ কে এম সাদিকুল আজম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. নিলুৎপল তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিয়র রহমানসহ অন্যরা।

এ সময় বক্তারা জেলার চিকিৎসা সেবার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নেত্রকোনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড