• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে বিভিন্ন প্রতিযোগীতা

  সাতক্ষীরা প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৮
চিত্রাংকন
সাতক্ষীরা প্রেসক্লাবে শিশুদের চিত্রাংকন (ছবি- দৈনিক অধিকার)

আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আযোজনে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, মাতৃভাষা দেশ, মাটি ও মায়ের কথা বলে। বাঙালীই একমাত্র জাতি যারা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন। এই আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সচেষ্ট হতে হবে। আর তাই শুদ্ধভাবে লিখতে ও বলতে শিখে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, আনিসুর রহিম, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক আব্দুল জলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার প্রমুখ।

এসব প্রতিযোগিতায় সাতক্ষীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড