• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  কলমাকান্দা প্রতিনিধি, নেত্রকোণা

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২
সালাহ উদ্দিন তালুকদার
মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকালে (ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বটতলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সাবেক এমপি ছবি বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন ও কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বটতলা ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. হোসেনের নেতৃত্বে কলমাকান্দা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন তালুকদার (৬৭) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা থাকার পর গত (১৮ ফেব্রুয়ারি) সোমবার রাতে ২.৫০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন, বহু গুণগ্রাহী রেখে যান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড